• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মিশ্র’র চোটে কপাল খুললো কুলদীপের


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৭:৩৯ পিএম
মিশ্র’র চোটে কপাল খুললো কুলদীপের

ঢাকা: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার একমাত্র টেস্ট। তার দুই দিন আগে পরিবর্তন আসলো ভারতীয় দলে। স্কোয়াডে ডাক পেলেন বাঁ-হাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ডান-হাতি লেগ স্পিনার অমিত মিশ্র চোটে পড়ায় কপাল খুলেছে তার।

ধারণা করা হচ্ছে, সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হাঁটুতে ব্যথা পান মিশ্র। ইনজুরির কারণে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দলের সাথে অনুশীলন করতে পারেননি মিশ্র। তাই মিশ্রকে বিশ্রামের নির্র্দেশ দিয়েছে ভারতের ফিজিও দল। ফলে আগেই ঘোষিত ভারতের স্কোয়াড থেকে বাদ পড়লেন মিশ্র।

পরিবর্তে ভারতের স্কোয়াডে ডাক পেলেন কুলদীপ। এই প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে খেলেছিলেন ২২ বছর বয়সী কুলদীপ। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ৩২ রানে ১ ও দ্বিতীয় ইনিংসে ২ রানে ২ উইকেট নিয়েছিলেন কুলদীপ।

এছাড়া প্রথম শ্রেনির ক্রিকেটেও বল হাতে বেশ সুনাম রয়েছে কুলদীপের। ২২ ম্যাচে ৮১ উইকেট ঝুলিতে রয়েছে তার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!