• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মুম্বাই ইন্ডিয়ান্সে মোস্তাফিজদের ‘মেন্টর’ মালিঙ্গা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৯:৫৯ এএম
মুম্বাই ইন্ডিয়ান্সে মোস্তাফিজদের ‘মেন্টর’ মালিঙ্গা

ঢাকা: নিলামে কেউই তাঁকে ডাকেনি। দীর্ঘ এক দশক ধরে আইপিএল কাঁপানো লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা অবাকই হয়েছিলেন। কিন্তু বাস্তবতা মেনে তিনি ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তাঁর চাওয়াকে সম্মান দেখিয়েছে মালিঙ্গার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

আবার লঙ্কান ফাস্ট বোলারের জায়গা হয়েছে এই দলে। তবে বোলার হিসেবে নয়, মেন্টর হিসেবে। তার মানে এবার মোস্তাফিজুর রহমান-জসপ্রীত বুমরাহদের বোলিং মেন্টর হিসেবে দেখা যাবে মালিঙ্গাকে।

নিলামে হরভজন সিংকে দলে ফেরাতে পারেননি বলে আক্ষেপ করেছিলেন মুম্বাইয়ের মালিক নীতা আম্বানি। মুম্বাইয়ের বহু যুদ্ধের নায়ক মালিঙ্গার দিক থেকেও মুখ ফিরিয়েছিল মুম্বাই। ভাজ্জিকে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস কিনে নিলেও দল পাননি মালিঙ্গা।

মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে বরাবরই তারকাখচিত সাপোর্ট স্টাফের উপস্থিতি চোখে পড়ে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে বোলিং মেন্টর হিসেবে মালিঙ্গাকে জুড়ে দেওয়া তারই প্রমাণ।

নিজের নতুন ভূমিকা প্রসঙ্গে মালিঙ্গা বলেন, ‘মুম্বাই হলো দেশের বাইরে আামার দ্বিতীয় ‘হোম’। গত এক দশকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। মেন্টর হিসেবে সেই মুম্বাই দলে ফিরতে পেরে দারুণ লাগছে। এটা আমার কাছে দারুণ সুযোগ। ক্রিকেটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে কাটানো সময়গুলো অত্যন্ত উপভোগ করেছি। আশা করি, মেন্টর হিসেবেও দিনগুলো দারুণ কাটবে।’

গত ১০টি মৌসুম মু্ম্বাইয়ে খেলে যাওয়া মালিঙ্গা এ যাবৎ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তকমা পেয়েছেন।১১০ টি আইপিএল ম্যাচে ১৫৪টি উইকেট নেয়ার রেকর্ড আছে তাঁর।এবারই মালিঙ্গাকে দেখা যাবে নতুন ভুমিকায়।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!