• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রংপুরকে ১৫৫ রানের চ্যালেঞ্জ রাজশাহীর


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৭, ০৯:২৭ পিএম
রংপুরকে ১৫৫ রানের চ্যালেঞ্জ রাজশাহীর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সকে ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুরে দিয়েছে গত আসরের রানার-আপ রাজশাহী কিংস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে স্যামি-মুশফিকের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় রাজশাহী। ৯ রান করে থেমে যান মোমিনুল হক। এরপর ৪৯ রানের জুটি গড়েন লুক রাইট ও রনি তালুকদার। রান তোলায় ব্যস্ত ছিলেন রনি। তাই মাঝে রাইট ১১, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ১১ ও ইংল্যান্ডের সামিত প্যাটেল ৩ রান করে ফিরলেও তা নিয়ে চিন্তিত ছিলো না রাজশাহী শিবির। তবে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৪৭ রান করে রনি ফিরে যাবার পর বড় স্কোর গড়া নিয়ে চিন্তিত হয়ে পড়ে তারা।

তবে নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিনের অপরাজিত ২৬, অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি ১৮ বলে ২৯ ও মেহেদি হাসান মিরাজের ৫ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান করে রাজশাহী। রংপুরের নাজমুল ইসলাম ও লাসিথ মালিঙ্গা ২টি করে উইকেট নেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!