• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান এক কোটি ৬৩ লাখ বাংলাদেশির


নিজস্ব প্রতিনিধি মে ৮, ২০২৪, ০৮:৩২ পিএম
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান এক কোটি ৬৩ লাখ বাংলাদেশির

ঢাকা: গত ৪৮ বছরে কর্মসংস্থানের জন্য এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ বাংলাদেশি বিদেশে গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বুধবার (৮ মে) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সদস্য শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ১৯৭৬ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গেছেন। তবে পাসপোর্টবিহীন কতজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিভিন্ন দেশে রয়েছেন, এ সংক্রান্ত কোনো মন্ত্রণালয়ে নেই বলেও জানান তিনি।

স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপের ফলে করোনা পরবর্তীতে বৈদেশিক শ্রমবাজার ঘুরে দাড়াঁতে সক্ষম হয়েছে। ২০২৩-২৩ অর্থ বছরে বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬০ জন।

আরেক স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে স্বল্প/বিনা খরচে ১ লাখ ২৭ হাজার ৫৫৭ জন কর্মী বিদেশে গেছেন।

আইএ

Wordbridge School
Link copied!