• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ক্ষণ গণনা শুরু


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০১৭, ০৭:০২ পিএম
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ক্ষণ গণনা শুরু

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনীর আয়োজনে ঢানা দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। গত বছরের ন্যায় এবারো পাঁচ বিদেশী ক্লাব দলের সঙ্গে অংশ নেবে  দেশীয় তিন ক্লাব। চার বিদেশী ক্লাব চূড়ান্ত হলেও পঞ্চম দল এখনও নিশ্চিত করতে পারেনি আয়োজক চট্টগ্রাম আবাহনী। আগামী দুই-তিন দিনের মধ্যেই পঞ্চম দলটির নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছে আয়োজক কৃর্তপক্ষ। এক্ষেত্রে শ্রীলঙ্কা বা মালদ্বীপ থেকে বেছে নেয়া হবে দলটি।

প্রথম আসরের চ্যাম্পিয়ন দল, আয়োজক স্বাগতিক চট্টগ্রাম আবাহনীসহ দেশীয় ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। চার বিদেশী ক্লাবের মধ্যে এরই মধ্যে অংশগ্রহণের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে দক্ষিণ কোরিয়ান দ্বিতীয় বিভাগ লীগের চ্যাম্পিয়ন দল কোচেন কোরিয়া, আফগানিস্তানের পেশাদার লীগের শাহিন আসমায়ি, নেপাল লীগ চ্যাম্পিয়ন মানাং মারসিয়াংদি ও কম্বোডিয়ার একটি ক্লাব দল।

বুধবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বলেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ক্ষণ গণনা শুরু হলো আজ থেকে। প্রথম আসরে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এবার পুরো এশিয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এ টুর্নামেন্ট। আশা করি, আন্তর্জাতিক এ ফুটবল আসর আমরা প্রতিবছরই আয়োজন করতে পারবো।’

২০১৫ সালে চট্টগ্রামে শুরু প্রথম আসরে অনেক বাধা বিপত্তি পোহাতে হয় আয়োজকদের। ভুলত্রুটিও ছিল অনেক। অতীত থেকে শিক্ষা নিয়ে এবারের আসরটি আরও জাঁকজমকপূর্ণ করতে বদ্ধপরিকর আয়োজকরা। এবার প্রাইজমানির পরিমাণও বেড়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার (গতবার ছিল ২৫ হাজার)। রানার্সআপ দল পাবে ১৫ হাজার ডলার (আগের ছিল ১০ হাজার ডলার)।

উল্লেখ্য, বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট গতবারের আগে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল সেই ১৯৮৯ সালে, ঢাকায়, প্রেসিডেন্ট গোল্ড কাপ। সেবার দক্ষিণ কোরিয়ার একটি ক্লাবকে ফাইনালের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ ‘লাল’ দল। শেখ কামাল ফুটবলের প্রথম আসরটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০-৩০ অক্টোবর পর্যন্ত। ফাইনালে ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!