• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এসপি বাবুলের পরকীয়া নিয়ে মাগুরায় নানা গুঞ্জন


মাগুরা প্রতিনিধি ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৯:২৪ পিএম
এসপি বাবুলের পরকীয়া নিয়ে মাগুরায় নানা গুঞ্জন

মাগুরা: মিতু হত্যাকান্ডে সন্দিগ্ধ সাবেক এসপি বাবুল আক্তারের সাথে পরকীয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাগুরার সর্বত্র নানা গুঞ্জন চলছে। এদিকে বাবুল আক্তারের সাথে বনানী বিনতে বশিরের কোন সম্পর্ক নেই গত মঙ্গলবার মাগুরা প্রসক্লাবে এমন দাবীর বিপরীতে তথ্যা অনুসন্ধানে পাওয়া গেছে অন্যরকম তথ্য।

বাবুল আক্তারের মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাড়ির আশেপাশের অনেকেই কথিত প্রেমিকা বনানী বিনতে বশির বর্ণি সম্পর্কে মুখ খুলছেন। চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যাকান্ডে সন্দিগ্ধ স্বামী বাবুল আক্তারের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন বরাবরের মতো বনানী বিনতে বশির বর্ণি।

পত্রিকায় বাবুল আক্তার ও তাকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টের প্রতিক্রিয়ায় বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা প্রেস ক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে আবারো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত: তার শ্বশুর বাড়িসহ অন্যান্য জায়গায় তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করতেই তার ননদরা এ ধরণের কল্প-কাহিনীর আশ্রয় নিচ্ছেন। আমি মাগুরার রবি মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে সার্ভিস প্রোভাইডার হিসাবে চাকরি করি। আমার বাবার বাড়ি ঝিনেদা থেকে এসে অফিস করি। কখনোই বাবুল আক্তারের মাগুরার বাসায় থাকিনি। আমি বাবুল আক্তারদের চিনি না।

এসময় স্থানীয় সাংবাদিকরা বর্ণীর কাছে প্রশ্ন করেন, আপনি ২০১৫ সালে ২৪ জানুয়ারী মাগুরা প্রেস ক্লাবে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী আকরাম হোসেনের বোন জান্নাত আরা ও অন্যান্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন, তখন বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ সেখানে উপস্থিত ছিলেন। সে সময় আব্দুল ওয়াদুদকে আপনার খালু বলে পরিচয় করিয়ে দেয়া হয়। তবে কেন বলছেন বাবুল আক্তারের পরিবারের কাউকে চিনি না।

জবাবে বর্ণি জানান, সে সময় আমার বাবা উপস্থিত ছিলো তিনি কাকে সাথে করে এনে ছিলেন আমি জানিনা। যেহেতু বাবা দীর্ঘ দিন ধরে মাগুরার মহম্মদপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে কর্মরত তাই এখানকার অনেকের সাথে জানাশুনা থাকতে পারে।

তবে বাবুল আক্তারের ছোট ভাই আইনজীবী হাবিবুর রহমানের সাথে পরিচয়ের কথা স্বীকার করে বর্ণী বলেন, ২০১৫ সালে আইনগত সহায়তা নেয়ার জন্য তার কাছে এসেছিলাম।

এ ব্যাপারে মাগুরা শহরের বসবাসকারী এসপি বাবুল আক্তারের ছোট ভাই অ্যাড. হাবিবুর রহমান লাবু জানান, বর্ণি নামে কোন মেয়ে কখনোই আমাদের বাড়িতে থাকেনি। আমার পরিবারের কেউ তাকে চিনে না পর্যন্ত। দু’একটি প্রত্রিকায় বর্ণি নামের একটি মেয়ে এবং আমার ভাই বাবুলকে জড়িয়ে যে রিপোর্ট ছাপা হয়েছে তার বিন্দু মাত্র সত্যতা নেই।

অন্যদিকে সাবেক এসপি বাবুল আক্তারের কাউন্সিলপাড়ার প্রতিবেশী ডিম ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, বনানী বিনতে বশির বর্ণিকে তিনি চেনেন। বর্ণি দীর্ঘদিন বাবুল আক্তারের কাউন্সিল পাড়ার বাসাতে থাকেন। তিনি আরো জানান, বাবুল আক্তারের ছোট ভাই অ্যাড. হাবিবুর রহমান লাবুর সাথে বর্ণি মাঝে মাঝে মেয়েসহ মোটরসাইকেলে ঘুরে বেড়ান। এ ব্যাপারে হাবিবুর রহমান লাবু বর্ণি তাদের খালাতো বোন হন বলে জানায়।

প্রসঙ্গত: চাকুরীচ্যুত এসপি বাবুল আক্তারের বাড়ি মাগুরা শহরের কাউন্সিল পাড়ায়। সেখানে তার বাবা আব্দুল ওয়াদুদ, মা, ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু এবং লাবুর স্ত্রী বসবাস করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!