• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জঙ্গি আস্তানা থেকে দুই শিশু উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী মে ১১, ২০১৭, ১২:২৭ পিএম
জঙ্গি আস্তানা থেকে দুই শিশু উদ্ধার

রাজশাহী: জেলার গোদাগাড়ি জঙ্গি আস্তানা থেকে সুরাইয়া (দেড় মাস) ও জোবায়ের (৭) নামের দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে ওই আস্তানা থেকে সুমাইয়া নামের এক নারী আত্মসমর্পণ করেছেন। শিশুদুটি তারই বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ মে) ভোর থেকে ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানা থেকে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল নিরাপদ দূরত্ব বজায় রেখে জঙ্গি আস্তানায় পানি ছিটাচ্ছিল। এ সময় ওই আস্তানা থেকে দুই শিশুসহ আটজন বের হন। বের হয়েই তারা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর বোমা ও বর্শা নিয়ে হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জঙ্গিরা আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচ জঙ্গি ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ আরও জানায়, সুমাইয়া অনেকক্ষণ নিহত জঙ্গিদের লাশের পাশে বসে ছিল। তাকে পুলিশ আত্মসমর্পণের আহ্বান জানালেও প্রথমে সাড়া মেলেনি। তবে সে শিশু জুবায়েরের কোলে অপর শিশুকে দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!