সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিক-আপসহ আটক, অস্ত্র জব্দ

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:২৯ পিএম
সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে পিক-আপসহ আটক, অস্ত্র জব্দ

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিক-আপ গাড়ি এবং কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের চরজব্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে চরজব্বার ইউনিয়নের পরিস্কার বাজার এলাকায় একটি পিক-আপের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সেটিকে থামিয়ে তল্লাশি করতে বলে। এ সময় গাড়ি চালক দেশীয় অস্ত্র উঁচিয়ে ধরে প্রতিরোধের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা একত্রিত হয়ে গাড়িটি আটকাতে গেলে পিক-আপটি বেপরোয়া গতিতে পালিয়ে যায়।

পিছু ধাওয়া করার পর পরিষ্কার রাস্তার মাথা এলাকায় গাড়ির একটি চাকা পাংচার হয়। এরপর স্থানীয়রা গাড়ি এবং সন্দেহভাজনদের আটক করতে সক্ষম হন। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যেই সেখানে এসেছিল বলে স্বীকার করে। আটককদের মধ্যে একজন ‘শরীফ ডাকাত’ নামে পরিচিত এবং তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়।

এ ঘটনায় ব্যবহৃত পিক-আপ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ 

 

Link copied!