• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন তথ্য দিলেন মন্ত্রিপরিষদ সচিব


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২০, ০৪:৪৬ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন তথ্য দিলেন মন্ত্রিপরিষদ সচিব

ফাইল ছবি

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও মাদরাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ আলোচনা করেছে। এইচএসসি বা অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। বিষয়টি পর্যালোচনা করে দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন তারা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

স্কুল-কলেজ খোলা বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্কুল-কলেজ খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে পরীক্ষার বিষয়ে মন্ত্রী ও সচিব খুব আন্তরিকভাবে চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায়।  

তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা গতকালও প্রেসে উল্লেখ করেছেন, পরীক্ষার বিষয়ে তারা চিন্তা-ভাবনা করছেন।  

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক সমাপনীর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে- সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, না, এটা আমার নলেজের বাইরে। তবে কওমি মাদরাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!