• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আগস্ট মাসে ‌‘সেরা পুলিশ’ হলেন যারা 


বিশেষ প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০১৬, ০৪:৪০ পিএম
আগস্ট মাসে ‌‘সেরা পুলিশ’ হলেন যারা 

আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। 

বুধবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির সদর দফতরে সভা শেষে সংশ্লিষ্টদের হাতে এ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার ।

আগস্ট মাসে মহানগরীর শ্রেষ্ঠ পুলিশ বিভাগ নির্বাচিত হয়েছে ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) দারুস সালাম জোনের সৈয়দ মামুন মোস্তফা, শ্রেষ্ঠ ওসি বংশাল থানার নুরে আলম সিদ্দিক, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কদমতলী থানার আরশেদুল হক, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) খিলগাঁও থানার মজিবুর রহমান, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে কোতয়ালী থানার রফিকুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার প্রদীপ কুমার রায়, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে কদমতলী থানার গোলাম মোস্তফা,  ও মতিঝিল থানার হেলাল উদ্দিন।

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হলেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম,  শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী যাত্রাবাড়ী থানার প্রদীপ কুমার রায়, শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী পল্লবী থানার এসআই কামরুল হোসাইন ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন পল্লবী থানার এসআই কামরুল হোসাইন।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে পুরস্কার পেল সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ওয়ারী জোনাল টিমের মুকিত সরকার, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন (ডিবি-উত্তর), অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম সিনিয়র এসি স্নিগ্ধ আখতার (ডিবি-পূর্ব ), মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম ওয়ারী জোনাল টিমের মুকিত সরকার, জঙ্গি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম যৌথভাবে সিনিয়র এসি হাসান আরাফাত (ডিবি-দক্ষিণ) ও সাইফুল্লাহ মো. নাসির (ডিবি-পশ্চিম), অজ্ঞান ও মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম ওয়ারী জোনাল টিমের মুকিত সরকার (ডিবি-পূর্ব)।

ট্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ হিসেবে পুরস্কার পেল ট্রাফিক পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর দারুস সালাম জোনের কাজী মাহবুব আলম, , শ্রেষ্ঠ সার্জেন্ট মতিঝিল ট্রাফিক জোনের নিজাম হোসেন।

এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছেন জঙ্গি দমনে মিরপুর বিভাগের ডিসি মাসুদ আহাম্মদ ও স্পেশাল অ্যাকশন গ্রুপ-এর এডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন, মাদকদ্রব্য উদ্ধারে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের এডিসি মোহাম্মদ আসাদুজ্জামান ও ট্রাফিক দারুস সালাম জোনের সিনিয়র এসি খাইরুল আমিন, মামলার রহস্য উদঘাটনে ডিবি-উত্তর বিভাগের সিনিয়র এসি তরিকুল ইসলাম, ডিবি-উত্তর বিভাগের সিনিয়র এসি মাহফুজুল আলম রাসেল, ওয়ারী থানার ওসি জিহাদ হোসেন, রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুজ্জামান, কোতয়ালী থানার এসআই রিপন কুমার বিশ্বাস ও এসআই কৃষ্ণপদ মজুমদার, চকবাজার মডেল থানার এসআই আবদুল হক, কামরাঙ্গীরচর থানার এসআই রায়হান আহমেদ, ওয়ারী থানার এসআই রাজীব আহম্মেদ, প্রতারকচক্র গ্রেফতারে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের এসি আজহারুল ইসলাম মুকুল, ছিনতাইকারী গ্রেফতারে  শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট সেলিম পারভেজ, শাহবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট এসএম শিহাব মামুন, মিরপুর ট্রাফিক জোনের এএসআই তাজুল ইসলাম এবং ভুয়া পুলিশ গ্রেফতারে কোতয়ালী থানার এএসআই আবদুর রাজ্জাক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!