• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বড় সংগ্রহের দিকে ছুটছে শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক মার্চ ১০, ২০১৭, ০১:০২ পিএম
বড় সংগ্রহের দিকে ছুটছে শ্রীলঙ্কা

ঢাকা : গল টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। আগের দিনের ঘাটতি পুষিয়ে নিতে খেলা শুরু হয়েছে ১৫ মিনিট আগে। প্রথম সেশনে তাই খেলা হলো ৩৩ ওভার। লম্বা এই সেশনে বাংলাদেশের প্রাপ্তি মোটে একটি উইকেট।
 
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে নেই তাড়াহুড়ো। দেখা যায়নি দ্রুত রান বাড়ানোর তাগিদ। প্রথম ইনিংসে লিড ১৮২ রান। লঙ্কানরা সেটি বাড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে। চতুর্থ দিন লাঞ্চের সময় শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৮৭। লিড ২৬৯ রানের। উপুল থারাঙ্গা ব্যাট করছিলেন ৪০ রানে, ৮ রানে কুসল মেন্ডিস।
 
বাংলাদেশে একমাত্র সাফল্য এসেছে তাসকিন আহমেদের হাত ধরে। তবে সকালের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ। ৫ ওভারে দিয়েছেন ১ রান। সকালে ক্যাচ ছাড়ার পর বল হাতেও সাকিব প্রথম ইনিংসের মতোই বিবর্ণ। প্রভাব ফেলতে পারেনি বাকিরাও।

নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা বেশ ভালোই করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। কোন উইকেট না হারিয়ে ৬৯ রান করে ফেলে দলটি। এরপরই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ। তিনি ফিরিয়ে দেন স্বাগতিক ওপেনার করুণারত্নেকে। ডিপ স্কয়ার লেগে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে করুণারত্নেকে সাজ ঘরে ফেরত পাঠান তাসকিন। ৩২ রান করেন করুনারত্নে।

এর আগে গতকাল ম্যাচের তৃতীয় মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টের প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম সর্বোচ্চ ৮৫ রান করেন। এ ছাড়া সৌম্য সরকার ৭১, তামিম ইকবাল ৫৭ ও মেহেদী হাসান মিরাজ ৪১ রান করেছেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ১৮২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৯৪ রানে অলআউট হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!