• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভেঙে পড়লো নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০১৭, ০৪:১৭ এএম
ভেঙে পড়লো নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার

ঢাকা: রাজধানীর মৌচাক-মগবাজার নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিঁড়ে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত ও আহত হয়েছে দুইজন। তাদের অবস্থা আশঙ্কজনক।

রোববার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ২টার দিকে মালিবাগ রেলগেটের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোরে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা শেষে রেল চলাচল স্বাভাবিক হয়। 

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তার নাম স্বপন বলে শোনা যাচ্ছে। তিনি সম্ভবত পথচারী ছিলেন। ’

নিহত স্বপনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। মালিবাগ রেল গেটের পশেই তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন বলে স্থানীয়রা জানান।

আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনসের প্রকৌশলী পলাশ; অন্যজনের নাম নুরুন্নবী। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌচাক-মগবাজারে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার মালিবাগ রেলগেট এলাকায় ক্রেন দিয়ে উঠানোর সময়  হঠাৎ করে ছিঁড়ে পড়ে। এতে বিকট শব্দ হয়। এর চাপায় পড়ে তাৎক্ষণিক এক শ্রমিক নিহত হয়। আহত হয় আরো দুজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, ঘটনাস্থলে কর্মরত নির্মাণাধীন ফ্লাইওভারের সাইট ইঞ্জিনিয়ারকে পুলিশি হেফজাতে নেয়া হয়েছে। সেখানে অবস্থান করছে জিআরপিসহ রামপুরা ও রমনা থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আলী হোসেন।

উল্লেখ্য, ২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

মৌচাক-মগবাজার ফ্লাইওভার ভেঙে বহু হতাহত

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এন/এআই

Wordbridge School
Link copied!