• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
ফেডারেশন কাপ

শেখ রাসেলের কাছে পাত্তাই পেল না ফরাশগঞ্জ


ক্রীড়া প্রতিবেদক মে ১৬, ২০১৭, ০৮:৫৪ পিএম
শেখ রাসেলের কাছে পাত্তাই পেল না ফরাশগঞ্জ

ঢাকা: সোমবার (১৫ মে) বিকেলে প্রথম দল হিসেবে মৌসুম সূচক ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একই দিন পরের ম্যাচে শেষ আটে নাম লেখায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আর মঙ্গলবার (১৬ মে) তৃতীয় দল হিসেবে কোয়ার্টারে উঠল শেখ রাসেল ক্রীড়া চক্র।

এদিন ফরাশগঞ্জকে বিদায় করে ফেড কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ২০১২ সালের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ফরাশগঞ্জ এসসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

আজকের ম্যাচে শেখ রাসেলের কাছে পাত্তাই পায়নি ফরাশগঞ্জ। ম্যাচের ৩২ মিনিটে রাসেলকে এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদা সিসে (১-০)। বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে তাঁর নেয়া কানাকুনি শটটি লক্ষ্য ভেদ করে। আট মিনিটের ব্যবধানে আরো একবার শেখ রাসেলকে উৎসবে মাতান অরুপ কুমার বৈদ্য। সজীবের ব্যাক হিল থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন অরুপ কুমার (২-০)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অস্টম মিনিটের সময় ব্যবধানটি আরো বাড়িয়ে দেয় শেখ রাসেল। ডান দিক থেকে অরুপের বাড়ানো ক্রসে সজীব প্লেসিং শটে জালে জড়ালে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায় মানিকের শিষ্যদের।

অপরদিকে টানা দুই ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো পুরান ঢাকার ক্লাবটি। গ্রুপের প্রথম ম্যাচে একই ব্যবধানে শেখ জাামল ধানমন্ডি ক্লাবের কাছে হার মেনেছিল ফরাশগঞ্জ। যে কারণে শেখ জামালেরও শেষ আট নিশ্চিত হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেখ রাসেলের মুখোমুখি হবে শেখ জামাল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!