• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


বান্দরবান প্রতিনিধি জুন ১২, ২০১৭, ০৮:৪৩ পিএম
পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান: টানা ২ দিনের বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ জুন) দুপুরে প্রবল বর্ষণের সময় দনিয়াল পাড়া এলাকায় বড় একটি পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে টানা বর্ষণে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। ফলে প্লাবিত এলাকাসহ  আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। এদিকে অবিরাম বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, নদীর পানি বিভিন্ন ঝিরি ছড়া দিয়ে প্রবেশ করে বান্দরবান শহরের আর্মিপাড়া, ইসলামপুর, অফিসার্স ক্লাব, শেরেবাংলা নগর,সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার লোকজন বিভিন্ন স্কুলে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে শহরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বিভিন্ন স্কুল কলেজ খুলে দেয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!