• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সেমিতে বাংলাদেশের চার পেসার


ক্রীড়া প্রতিবেদক জুন ১৪, ২০১৭, ০৬:৪৪ পিএম
সেমিতে বাংলাদেশের চার পেসার

ঢাকা: প্রথমবারের মতো আইসিসি বৈশ্বিক কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগের মাধ্যমে টাইগারদের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের ক্রিকেট গ্রেটরা। এই অর্জনে রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও। এর থেকে বাদ যাননি লাল সবুজের দলের ক্রিকেটাররাও। আর মাত্র এক ধাপ পেরোলেই পৌঁছে যাবে স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।

১৫ জুন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ। বিরাট কোহলির দলকে সাম্ভাব্য কম রানে আটকাতে চার পেসার নিয়ে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তাজার দল। পেসার মোস্তাফিজুর রহমানের কথায় মিললো তারই ইঙ্গিত। তিনি বলেন, ‘দলগত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছি। প্রতিটি খেলোয়াড়ই তাদের নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালনের মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সত্যি বলতে, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অনেক বেশি উত্তেজিত। এই ম্যাচে ভালো করার জন্য মুখিয়ে আছি সকলে। আশা করি এই ম্যাচ থেকে আমরা ভালো কিছুই অর্জন করব।’

কটার মাস্টারের বিশ্বাস ভারতীয় ব্যাটিং-লাইন আপের বিপক্ষে ভালো করতে হলে এগিয়ে আসতে হবে দলের পেসারদেরই। দলের পেসার, মাশরাফি মর্তুজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের সম্মিলিত পেস অ্যাটাকে ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে ভালো করা সম্ভব। এ প্রসঙ্গে ফিজ বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে আমাদের পেস অ্যাটাকে অনেক সমৃদ্ধ, যা ভারতের ব্যাটিংয়ের বিপক্ষে একটা ভালো প্রতিযোগিতা গড়ে তুলতে সক্ষম। আশা করব এদিনও সবাই নিজেদের ভূমিকা ঠিকভাবে পালন করবে।’

প্রসঙ্গত, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ফর্মে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত পরা শক্তিদের হারিয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা। আর এর পেছনে বড় অবদান রয়েছে চার পেসারের। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেও বড় অবদান ছিল এই চার পেসারের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!