• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঢাকার জঙ্গি আস্তানায় বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০১৭, ১০:৫৫ পিএম
ঢাকার জঙ্গি আস্তানায় বিস্ফোরণ

ঢাকা: জঙ্গি’ আস্তনা সন্দেহে রাজধানী মিরপুরের মাজার রোডের বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙা-ওয়াল গলির ছয়তলা বিশিষ্ট বাড়ি থেকে পরপর চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া দুটি গুলির শব্দ ও আকাশে কালো ধোঁয়া উড়তেও দেখা যায়। এ সময় বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এর আগে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সদস্যরা ‘জঙ্গি’ আব্দুল্লাহ’সহ তার সহযোগীদের আত্মসমর্পণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাড়িটি থেকে সাংবাদিকদের ১০০ গজ দূরে সরিয়ে দেয়া হয়। উৎসুক জনতাকে আরও দূরে অর্থাৎ দেড় থেকে ২০০ গজ দূরে অবস্থান করতে বাধ্য করা হয়।

র‌্যাব সদস্যরা বাড়িটির চারপাশে অবস্থান নেন। আশেপাশের বাড়ির ছাদেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটির সামনে লাইট লাগানো হয়। যদিও এর আগে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

কিন্তু নির্ধারিত সময় রাত ৮টা পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি আব্দুল্লাহ। এ প্রসঙ্গে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, তারা এখনও আত্মসমর্পণ করেননি। আমরা অপেক্ষায় আছি। আত্মসমর্পণ করলে গণমাধ্যমকে জানানো হবে। টেলিভিশনের ক্যামেরাম্যানদের ফুটেজ নেয়ার সুযোগ দেয়া হবে। রাত ৯টা ১৩ মিনিটে র্যা বের বোমা নিষ্ক্রিয়করণের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

রাত ৯টা ৪৭ মিনিটের দিকে চারটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এছাড়া দুই গুলির শব্দ এবং আকাশে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ‘জঙ্গি’ আব্দুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন। তিনি বলেন, ‘জঙ্গি’ আব্দুল্লাহ তার সহযোগীদের নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!