• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জাপানের প্রধানমন্ত্রীর গায়ে মোদির পোষাক কেন?


আন্তর্জাতিক ডেস্ক  সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১২:৩৬ পিএম
জাপানের প্রধানমন্ত্রীর গায়ে মোদির পোষাক কেন?

ঢাকা: দুই দিনের সফরে ভারতে আছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সঙ্গে রয়েছেন তার স্ত্রী আকিই আবে। এরই মধ্যে তিনি ভারতের সংস্কৃতিতে বেশ আসক্তি হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। দেখেই বুঝা যাচ্ছে না যে, আবে একজন জাপানি না ভারতীয়।

দুই দিনের সফরের প্রথম দিনেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই দম্পতি। ভারতের গুজরাটে আমদাবাদের গান্ধী আশ্রমে বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেখা গেলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাকে।

জানা যায়, বিমানবন্দরে নামার পরেই আবে’কে নিজের পোশাক পরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী! রোডশো’তে জাপানের প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে কুর্তা-পাজামায়। সঙ্গে সেই জ্যাকেট, যা অধুনা মোদীর ‘ট্রেডমার্ক’ হিসেবেই জনপ্রিয়। ওই পোশাকেই আবে গিয়েছেন সাবরমতী আশ্রম, ষোড়শ শতকের সিদ্দি সইদ মসজিদে।
 

এমনকি জাপান ফার্স্ট লেডি আকিই আবেও সাজলেন ভারতীয় সাজে। তাকে দেখা গেল গোলাপি রঙের সালওয়ার কামিজ ও সাদা রঙের ওড়নায়।
 

ভারত-জাপান সম্পর্ক নতুন মাত্রা দিতে দুইদিনের সফরে বুধবার ভারতে পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আশা করা হচ্ছে, তার এই সফরের মধ্য দিয়ে নয়াদিল্লী টোকিওর কাছ থেকে প্রথম প্রতিরক্ষা ক্রয় চূড়ান্ত করবে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!