• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নিয়ম ভাঙায় নাসিরকে সতর্ক করল বিসিবি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৭, ০৪:৩৩ পিএম
নিয়ম ভাঙায় নাসিরকে সতর্ক করল বিসিবি

ঢাকা: বিপিএলের উদ্বোধণী ম্যাচেই নিয়ম ভঙ্গ করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন। আচরণবিধি ভঙ্গের দায়ে দুজনকেই সতর্ক করেছে বিসিবি। শনিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৬ মিনিট দেরি করে টস করতে আসেন নাসির।

সিলেটের খেলোয়াড় তালিকা সরবরাহকৃত কাগজটি ছিল হাতে লেখা। এখন তো আর হাতে লেখা কাগজ গ্রহণযোগ্য নয়। সেটাই ভুলে গিয়েছিল সিলেটের ম্যানেজম্যান্ট। শেষ মুহূর্তে এটা করতে গিয়েই তাদের দেরি হয়েছে।

দেরিতে টস করতে আসা এবং সেই সঙ্গে খেলোয়াড় তালিকা সঠিকভাবে দিতে না পারায় তাদের বিরুদ্ধে রিপোর্ট করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান ও রিয়াজ উদ্দিন।

অবশ্য ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে নিজেদের ভুল স্বীকার করেছেন নাসির ও হাসিবুল। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তাদেরকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।

তবে নাসির ও হাবিবুলের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। চার পয়েন্ট যোগ হলে ভবিষ্যতে এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!