• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এমপি কেয়ার ওপর হামলা, এক আসামি কারাগারে


হবিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২৭, ২০১৭, ১২:৩৯ পিএম
এমপি কেয়ার ওপর হামলা, এক আসামি কারাগারে

হবিগঞ্জ : বাহুবলে এমপি কেয়া চৌধুরীসহ নারী ইউপি মেম্বারদের ওপর হামলাকারী নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার ব্যক্তিগত গাড়িচালক জসিম উদ্দিনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

রোববার (২৬ নভেম্বর) সে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সে বাহুবল উপজেলার ভূগলী গ্রামের কাছুম আলীর পুত্র ও উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালক।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী (নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাডভোকেট মুহিত চৌধুরী ও অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী জানান, এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিকে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার ও সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ অন্যান্যরা আহত হন।

গত ১৮ নভেম্বর রাতে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন উপজেলার লামাতাসী ইউপির ১নং (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার। মামলায় নবনির্বাচিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!