• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: সিইসি 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০১৭, ০৬:২৪ পিএম
রসিক নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: সিইসি 

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন পর্যন্ত যে অবজারভেশন-পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

সিইসি বলেন, রসিকে গোটা তিনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা ছিল। সম্পূর্ণভাবে সিকিউরড হলেই তখনই এটা ব্যবহার করা হবে।

তিনি বলেন, এটা টেকনিক্যাল বিষয়। কারিগরি টিম পরীক্ষা-নিরীক্ষা করছে। এখনও কনফার্ম করতে পারছি না ইভিএম হবে কি-না। শতভাগ নিশ্চিত না হয়ে তো ব্যবহারের যেতে পারি না। বৃহস্পতিবার সকালেই নিশ্চিত হওয়া যাবে।

এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, রসিকে আমরা মডেল নির্বাচন করতে চাই। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী সিটি নির্বাচনে যেন আমরা এ মডেল ব্যবহার করতে পারি।

তিনি আরও জানান, এ নির্বাচনে সাড়ে পাঁচ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলাবাহিনী নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!