• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ


ক্রীড়া প্রতিবেদক মে ২৯, ২০১৮, ০২:৫২ পিএম
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

ফাইল ছবি

ঢাকা: চোট নিয়েই ফিরেছিলেন আইপিএল থেকে। মোস্তাফিজুর রহমান চোট পেয়েছিলেন বাঁ পায়ের বুড়ো আঙুলে। কোচ কোর্টনি ওয়ালশ তাঁকে দু’দিনের বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু বুড়ো আঙুলের চোটে পড়া মোস্তাফিজ খেলতে পারবেন না আফগান সিরিজে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মোস্তাফিজকে দেশে বসেই দেখতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘গতকাল রাতে মোস্তাফিজের বুড়ো আঙুলে সিটি স্ক্যান করানো হয়। তাতে দেখা গেছে চোটের জায়গাটা পুরোপুরি সেরে ওঠেনি। চোট নিয়ে খেললে সমস্যা আরও বাড়তে পারে।’

আপাতত মোস্তাফিজকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু ভারতের দেরাদুনে।

আইপিএলে টানা ছয় ম্যাচ খেলার পর মুম্বাই ইন্ডিয়ান্স টিম কম্বিনেশনের কারণে বসিয়ে রাখে মোস্তাফিজকে। এরপর শেষ ম্যাচে তিনি সুযোগ পান মিচেল ম্যাকক্লেনাঘানের চোটের বদৌলতে। সে ম্যাচে সে ম্যাচে নিজের বলে ঋষভ পন্তের একটি ড্রাইভ পা দিয়ে ঠেকাতে গিয়েই পেয়েছিলেন চোটটা। সেই চোটই মোস্তাফিজের জন্য কাল হয়ে দাঁড়াল।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!