• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার

ক্ষুব্ধ ওমর সানি (ভিডিও)


এন ডি আকাশ জুন ২, ২০১৮, ১২:০১ পিএম
ক্ষুব্ধ ওমর সানি (ভিডিও)

ওমর সানি-ইফতার মাহফিলে জায়েদ খান

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ছিল গতকাল। ইফতারের আগে শিল্পী সমিতির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। নিজের ফেসবুক লাইভে এসে ইফতার ও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

ভিডিওর শুরুতে দর্শকদের রমজানের শুভেচ্ছা জানিয়ে ওমর সানি বলেন, ‘ভোট দিয়ে হোক বা জালিয়াতি করেই হোক। যেভাবেই হোক না কেন, মিশা সওদাগর এবং জায়েদ খান এখন শিল্পী সমিতির সভাপতি ও সেক্রেটারি। তাদের পুরো একটা কমিটি আছে। ১ জুন ছিল শিল্পী সমিতির ইফতার। দুঃখজনক হলেও সত্যি যে, শিল্পী সমিতির ইফতারের কার্ড আমি ও মৌসুমী পাইনি।’

জায়েদ খানের দাওয়াত তালিকা

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে প্রশ্ন করে সানি বলেন, ‘তুই তো সভাপতি, তোর তো একটা পাওয়ার আছে। এই পাওয়ারলেস অবস্থায় কতদিন আর তুই থাকবি?’ এ সময় সাধারণ সম্পাদক জায়েদ খানকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘জায়েদ তুমি ভুলে গেছ, তুমি সেক্রেটারি। তোমাদের বাহবা গাইলেই তোমাদের কাছে ভালো। আর যে বাহবা গাইবে না সে তোমাদের কাছে খারাপ। এটা কিন্তু ঠিক না। তোমাকে, মিশাকে এবং সমিতির পুরো কমিটিকে স্বীকার করতে হবে আমি সমিতির সদস্য। সিনিয়র সদস্য।’

ছাঁটাই-বাছাই করে অনেক শিল্পীকে সমিতি থেকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে এ চিত্রনায়ক বলেন, ‘ইরিনকেও আপনারা বাদ দিয়েছেন। আপনারা তো জানেন, ইরিন ১০ থেকে ১১টি ছবির সলো হিরোইন। ইফতারে যাব কি যাব না সেটা বড় কথা নয়, কিন্তু আমরা কার্ড তো পাব।’

সমিতির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে ওমর সানি বলেন, ‘আমি কয়েকদিন আগেও শিল্পী সমিতির চাঁদা দিয়েছি। সেটার রসিদ এখনো আমার কাছে আছে। আমি দীর্ঘদিন শিল্পী সমিতির সঙ্গে যুক্ত ছিলাম। আমাদেরও ভুল হয়েছে। আমরাও ধোয়া তুলসী পাতা না। কিন্তু আজ কোথায়? যারা চামচামি করবে তাদের নিয়ে ব্যস্ত থাকবে তোমরা?’

বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খান বলেছেন ভিন্ন কথা। জায়েদ খান তার ফেসবুকে একটি তালিকা আপলোড করে লিখেছেন, ওমর সানী ভাই আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার কার্ড আমি নিজে দিতে আপনার বাসায় গিয়েছি,কিন্তু আপনার বাসায় কেউ না থাকার কারণে আমি আপনার গার্ডের কাছে তার রিসিভ সইসহ কার্ড দিয়ে আসছি।

ভিডিও দেখুন-

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!