• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সতীর্থদের কী বলে অনুপ্রাণিত করেছিলেন মাশরাফি?


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৯, ২০১৮, ০২:২১ পিএম
সতীর্থদের কী বলে অনুপ্রাণিত করেছিলেন মাশরাফি?

ঢাকা: গায়ানাতেই বাংলাদেশ সিরিজ জিতে যেত যদি মুশফিক-সাব্বির ফুলটস বলে ওভাবে আউট না হতেন। ১৩ বলে ১৪ আর শেষ ৬ বলে দরকার ছিল ৮ রান। হাতে ৫-৬ উইকেট থাকার পরও বাংলাদেশ ওই রান তুলতে পারেনি। ১-১ এ সমতায় সিরিজে সমতা নিয়ে সেন্ট কিটস পা রাখে বাংলাদেশ দল।

এক ম্যাচ আগেই সিরিজ জয়ের অমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করায় হতাশ হয়ে পড়েছিল গোটা দলই। কিন্তু মাশরাফি সতীর্থদের বুঝিয়েছেন এভাবে,‘ যদি প্রথম ম্যাচটা হেরে যেতাম তাহলে ১-১ থাকত না, থাকত ২-০। আমাদের এখনও সুযোগ আছে, চলো সেন্ট কিটসে সুযোগটা কাজে লাগাই।’

সেই সুযোগটাই কাজে লাগাল বাংলাদেশ শেষ ম্যাচে। মাশরাফিও ম্যাচে দেখালেন দারুন মুন্সিয়ানা। সাব্বির রহমান-মোসাদ্দেকের আগে এসে ফাটকা কাজে লাগালেন। ২৫ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় খেললেন ৩৬ রানের ইনিংস। মাশরাফিকে দেখে হাত খুললেন মাহমুদউল্লাহও। ফলাফল বাংলাদেশের স্কোর তিন শ পার।

সাব্বির-মোসাদ্দেককে রেখে ছয় নম্বরে নামার ভাবনা কিভাবে মাথায় এল? মাশরাফি বলেন,‘ ৩৫ ওভারের পর থেকে কোচ চাইছিলেন রানরেট বাড়াতে। কোচকে বললাম আমি যাই? তখন ব্যাটসম্যানদের জন্য সোজা শট খেলা কঠিন। চিন্তা করলাম, ঝুঁকিটা আমিই নিই। কোচও আমাকে সমর্থন করলেন। বললেন, কেন দ্বিধায় ভুগছ? যাও।’

মাশরাফি গিয়েই পেটানো শুরু করলেন ঠিক যেমনটা করেছিলেন শেষবার বিপিএলে। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর দল রংপুর রাইডার্স। এবার বাংলাদেশকে বিদেশের মাটিতে ৯ বছর পর সিরিজ জেতালেন। মাশরাফি বলছেন,‘ আমার ওই সময়ে যাওয়ার সিদ্ধান্তটা বড় কাজে দিয়েছে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!