• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজেও সাফল্য চান মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৯, ২০১৮, ০৭:২৯ পিএম
টি-টোয়েন্টি সিরিজেও সাফল্য চান মাশরাফি

ফাইল ছবি

ঢাকা: দেশের হয়ে সর্বাধিক ম্যাচ জয়ী অধিনায়ক হিসাবে আগেই মাইলফলক গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তার ক্যারিশমাটিক নেতৃত্বেই ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দেশে ফেরার আগে টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের সাফল্য কামনা করেছে নড়াইল এক্সপ্রেস।  

গেল বছরের এপ্রিলে ছোট টি-টোয়েন্টিকে বিদায় বলা মাশরাফি বলেন, ‘ওয়ানডের পারফরমেন্স ধরে রেখে টি-টোয়েন্টিতে ভালো করতে হবে আমাদের। সিরিজের শুরুটাও আমাদের আত্মবিশ্বাসের সাথে করতে হবে।’

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ক্রিকেট হচ্ছে মানসিক খেলা। ছেলেরা প্রথম ম্যাচে খুবই ভালো খেলছে। কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচ হারের পরও ঘুরে দাঁড়িয়েছি। ছেলেরা ভালো খেলছিল এবং জুনিয়রদেরও সেরাটা দেয়ার সময় এসেছে। বোলাররা তিনটি ম্যাচেই ভালো করেছে সুতরাং আমাদের এখন আত্মবিশ্বাসের সঙ্গে টি-টোয়েন্টি শুরু করতে হবে। কেননা ওয়েস্ট ইন্ডিজ সংক্ষিপ্ত ভার্সনে সেরা দল।’

দল ওয়ানডে সিরিজ জিতলেও সতীর্থদের খেলা মন ভরাতে পারেনি মাশরাফির। তাই এশিয়া কাপের আগে নিজেদের খেলায় আরও উন্নতি চান ম্যাশ। তিনি বলেন, ‘এই সিরিজ জেতাটা আমাদের জন্য খুব দরকার ছিল। বিশেষ করে এশিয়া কাপের আগে এমন সাফল্য আমাদের জন্যই ভালো হল। তবে যেটা আমি আগেও বলেছি, কিছু জায়গায় এখনো উন্নতি করতে হবে আমাদের। সিরিজ জিতে গেলেই সব হয়ে যায় না। অনেক জায়গায় এখনো অনেক উন্নতি করতে হবে আমাদের।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!