• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

‘যোদ্ধা’ সাকিব চোট জয় করে ফিরবেন আশা আকরামের


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৬, ২০১৮, ০৯:৩২ পিএম
‘যোদ্ধা’ সাকিব চোট জয় করে ফিরবেন আশা আকরামের

ছবি: সংগৃহীত

ঢাকা: বাঁ হাতে কড়ে আঙুলের চোট দেখাতে অস্ট্রেলিয়া গেছেন সাকিব আল হাসান। মেলবোর্নে তিনি শল্যবিদ গ্রেগ হয়কে হাত দেখাবেন এবং পরামর্শ নেবেন কখন অস্ত্রোপচার করাবেন। কিন্তু দেশ ছাড়ার আগে সাকিব ভয় ধরিয়ে দেওয়ার মতো খবরই দিয়ে গেছেন। সংবাদমাধ্যমকে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, তাঁর আঙুল আর স্বাভাবিক অবস্থায় ফিরবে না। সাকিবের এমন কথায় ক্রিকেটপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন কেন সাকিবকে জোর করে এশিয়া কাপে খেলানো হলো? কেউবা ফিজিওকে কাঠগড়ায় তুলেছেন। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ফিজিওর এমন কাণ্ডে অসন্তুষ্ট।

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের বিশ্বাস সাহসি মানসিকতার সাকিব ঠিকই চোটকে জয় করে ফিরবেন। শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন,‘ আলাপ আলোচনা করেই এশিয়া কাপে খেলেছিল ও। কিন্তু পরে সত্যি ওর হাত দেখে আমরাই ভয় পেয়েছিলাম। তারপরও আল্লাহর রহমতে সিরিয়াস কিছু হয়নি। যেটা হবে ফিজিওর সাথে আমরা কথা বলব যে আগের অবস্থায় কেন গিয়েছিল। সেটা হয়তো আগেই চাইলে সে স্পষ্ট করে দিতে পারত। ইনজুরি খেলারই একটা অংশ, এটাতে আসলে কিছু করার থাকে না। সবচেয়ে সেরা যে চিকিৎসা, সেটা আমরা করার চেষ্টা করব।’

এশিয়া কাপ চলার সময়ই আঙুলে সংক্রমণ হয়েছে সাকিবের। সেটা কেন ফিজিও বুঝল না সেই প্রশ্ন থাকছে। আকরাম বলছেন,‘ আগেও বলেছি, এখনও বলছি। সাকিব যখন দেশে আসবে, তখন ওকে নিয়ে ফিজিওর সাথে বসব। তখনই বলা যাবে ঘটনাটা কি হয়েছিল।’

মাশরাফির হাঁটুতে সাতবার অস্ত্রোপচার হয়েছে। ভাঙা হাঁটু নিয়ে দিব্যি খেলে যাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফির উদাহরণ টেনে আকরামের আশা সাকিবও চোটকে জয় করে ফিরবেন,‘ আমার কাছে মনে হয়, সাকিব ব্যথা নিয়ে যে পারফরম্যান্স করেছে, একজন ‘যোদ্ধা’ বলেই পেরেছে। মাশরাফির জায়গায় অন্য কেউ হলে, অনেক বড় বড় ক্রিকেটার ইনজুরিতে পড়ে খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু মাশরাফি সেটা করেনি। সাকিবও কিন্তু যোদ্ধা, কষ্ট হলেও আশা করছি সে এই পারফরম্যান্সই করবে। এখানে গুরুত্বপূর্ণ হলো বিষয়টাকে আপনি মানসিকভাবে কিভাবে নিচ্ছেন। ওদেরকে তো ছোটবেলা থেকেই আমি চিনি। মাশরাফি মানসিকভাবে অনেক শক্ত, ইনশাআল্লাহ ওরা আগের জায়গায় ফিরে আসবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!