• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীতে বাসচাপায় দুই তরুণীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৯, ০৬:০৫ পিএম
রাজধানীতে বাসচাপায় দুই তরুণীর মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ‘সুপ্রভাত’পরিবহনের একটি বাসচাপায় মিম (১৬) ও পারভিন (২২) নামে দুই তরুণী মারা গেছেন। তারা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। দুই তরুণীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর দেড়টায় মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় এ ঘটনাটি ঘটে। প্রথমে চিকিৎসাধীন অবস্থায় পলি মারা যান। পরবর্তীতে মিমের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সুপ্রভাত পরিবহনের বাসটি সদরঘাট থেকে গাজীপুর যাচ্ছিল।

রামপুরা থানার ওসি এনামুল হক জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। দুই শ্রমিককে চাপা দেয়া বাসটি জব্দ এবং তার চালককে আটক করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় দুই সহকর্মীর মৃত্যুর খবর শুনে গার্মেন্ট শ্রমিকরা মালিবাগের আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!