• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়েই কলকাতার বিপক্ষে ব্যাট করছে হায়দরাবাদ


ক্রীড়া ডেস্ক মার্চ ২৪, ২০১৯, ০৫:৫৫ পিএম
সাকিবকে নিয়েই কলকাতার বিপক্ষে ব্যাট করছে হায়দরাবাদ

ছবি: সংগৃহীত

ঢাকা: সাকিব আল হাসানকে জন্মদিনের উপহার দিতে স্বাগতিক কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। খেলছেন বিশ্বের অনতম্য সেরা অলরাউন্ডারও। রোববার (২৪ মার্চ) ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করছে হায়দরাবাদ।

গত আসরে এই হায়দ্রাবাদই কলকাতার মাটিতে আইপিএল থেকে ছিটকে দিয়েছিল কেকেআরকে। সেই হারেই শেষ হয়েছিল কলকাতার আইপিএল অভিযান। এবারও সেই হায়দরাবাদের বিপক্ষে শুরু করছে আইপিএল যাত্রা। এরইমধ্যে হায়দ্রাবাদ দলে ফিরেছেন চ্যাম্পিয়ন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কলকাতার সামনে যেমন বদলার ম্যাচ তেমনই ওয়ার্নার ফেরায় প্রতিপক্ষ আরও শক্তিশালী হওয়ায় সাবধানতাও অঊলম্বন করতে হবে দলকে।

ইডেন গার্ডেন্সে টস করতে নেমে হেরেছেন হায়দরাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। কয়েন নিক্ষেপে জিতেছেন কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক। তবে টস জিতে প্রথমে হায়দরাবাদকেই ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআর অধিনায়ক। এই ম্যাচে হায়দরাবাদের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্টও টি-টোয়েন্টি অধিনায়ককে রেখেই একাদশ সাজিয়েছেন হায়দরাবাদ কোচ টম মুডি।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারেস্ট (উইকেটরক্ষক), মানিস পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, পিজুশ চাওলা, কুলদীপ যাদব, লকি ফার্গুসন এবং প্রাসিদ কৃষ্ণ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!