• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা 


মুন্সিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৭, ২০২০, ০১:১৫ পিএম
৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে প্রেসক্লাবের সামনে ৫ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মুন্সিগঞ্জের সকল ডিপ্লোমা শিক্ষার্থীরা। 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থারা অভিযোগ করে জানায়, একটি বিষয়ে তাদের সর্বোচ্চ ৭টি ক্লাস এবং সর্বনিম্ন ১ টি ক্লাস অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের উদ্যোগ নেওয়া হলেও ছিল না সুনির্দিষ্ট রুটিন। নাম মাত্র কয়েকটি বিষয়ে স্বল্প কিছু ক্লাস অনুষ্ঠিত হয়। এছাড়াও লক্ষ্যনীয় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ৯০ শতাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের যেখানে অনেক পরিবারের নেই স্মার্টফোন ও ইন্টারনেট সুব্যবস্থা। আমরা অটো পাশ চাইনা আমরা আমাদের মেধার মূল্যায়ন চাই।

এছাড়াও তারা ৫ দফা দাবিতে জানায়, ৮ম পর্বের ভাইভা দ্রুততম সময়ে সম্পন্ন করা, সংক্ষিপ্ত সিলেবাসে ক্লাস নিয়ে তাত্বিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া, তাত্বিক ক্লাস নেওয়া সম্বব না হলে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা, রেফার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের রেফার্ডকৃত বিষয় অটো পাশ দেওয়া, প্রথম পর্বের ভর্তিকৃত শিক্ষার্থীদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দেওয়া। 

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!