• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মুন্সিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন


মুন্সিগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২১, ১২:৪২ পিএম
মুন্সিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে তিতাস গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে গ্রাহক ও ঠিকাদাররা। বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে মুন্সিগঞ্জ গ্যাস ঠিকাদার-কল্যান এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় অর্ধশতাধিক গ্রাহক ও ঠিকাদাররা।

মানববন্ধনকারীরা জানান, ২০১৫ সালের ডিসেম্বরে হঠাৎ করে সকল ধরনের আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে মুন্সিগঞ্জের ২৩শতাধিক গ্রাহক রাইজার উত্তোলন করার পরও গ্যাস সংযোগ পাচ্ছে না। ফলে বাইরে থেকে বেশি মূল্যে এলপি গ্যাস ক্রয় করে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিদিনই দূর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বাসিন্দাদের।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, তিতাস গ্যাস ঠিকাদার-গ্রাহক কল্যান এসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বপন প্রমখ।

সোনালীনিউজ/এমএস/এসআই

Wordbridge School
Link copied!