• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলি স্থলবন্দরে কাচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা 


দিনাজপুর প্রতিনিধি আগস্ট ২৪, ২০২১, ১২:৫২ পিএম
হিলি স্থলবন্দরে কাচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা 

প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় বাজারে কাঁচা মরিচের কেজি ৭২ টাকা। দুই দিনের ব্যবধানে পাইকারি বাজারে মরিচের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা। 

সোমবার হিলি কাঁচাবাজার ঘুরে জানা যায়, দুইদিন আগে কাঁচা মরিচের দাম ছিলো ৬০ টাকা কেজি। আজ তা বাজারে ব্যবসায়ীরা ৭২ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন। হঠাৎ দাম বেড়েছে বলে জানিয়েছেন মরিচ ব্যবসায়ীরা।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, বর্তমানে কাঁচা মরিচের দাম অনেক কমে গেছে। গত সপ্তাহে যে মরিচ ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করেছি। সেই মরিচ আজ ৭২ টাকা পাইকারি বিক্রি করছি। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে গত দুই দিন থেকে আবার কিছুটা দাম বৃদ্ধি পাচ্ছে।

কাঁচা মরিচ ক্রেতা ইনসান আলী জানান, গত দুই দিন আগেই ৬০ টাকা কেজি কাঁচা মরিচ কিনেছি। আজকে কিনতে এসে দেখি কেজি প্রতি ১২ টাকা বেড়েছে। হঠাৎ দাম বেশি হওয়ার কারণে আমরা ক্রেতারা বিপাকে পড়েছি। 

সোনালীনিউজ/এসআই/এসআই

Wordbridge School
Link copied!