• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেলের সুপারিশ জানুয়ারির প্রথম সপ্তাহেই জমা 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৩৫ পিএম
পে-স্কেলের সুপারিশ জানুয়ারির প্রথম সপ্তাহেই জমা 

ফাইল ছবি

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের সুপারিশ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে করা হতে পারে। পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে তিনটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভা সূত্রে জানা গেছে, কমিশন তাদের তৈরি ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা করেছে। কিছু বিষয়ে সংশোধনী আনার পর পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট জমা দেওয়ার আগে অন্তত আরও তিনটি পূর্ণ কমিশনের সভা হবে।

সূত্র জানায়, তিন ধাপে পে-স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে-কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। এরপর এটি সচিব কমিটিতে যাবে এবং সেখানে অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এর পর গেজেট প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখতে চাওয়া এক কমিশনের সদস্য জানিয়েছেন, ‘পে-স্কেলের খসড়া ড্রাফট প্রস্তুত। তবে কিছু বিষয়ে সংশোধনী প্রয়োজন। চূড়ান্ত না হলে বেতন ও গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। তবে বাস্তব সম্মত সুপারিশ করা হবে।’

এসএইচ 
 

Wordbridge School
Link copied!