• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক


রাজশাহী প্রতিনিধি ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:৪১ পিএম
হাদির মৃত্যুতে রুয়েট উপাচার্যের শোক

ফাইল ছবি

রাজশাহী: আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর সহযোদ্ধা ও সহকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “শরিফ ওসমান হাদির সংগ্রাম ও আদর্শ আমাদের স্মরণ করিয়ে দেয়—ভয় নয়, ন্যায়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তাঁর আত্মত্যাগ ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামকে আরও দৃঢ় করবে।”

উপাচার্য আরও বলেন, "গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুরে তাঁর মৃত্যু দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে এক সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে তাঁর দৃঢ় অবস্থান তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এমন একজন প্রতিবাদী কণ্ঠের অকাল প্রয়াণ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে।"

একই সঙ্গে রুয়েট পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে—এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। মতপ্রকাশ ও ভিন্নমতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব; এ বিষয়ে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

পিএস

Wordbridge School
Link copied!