• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কচু বিক্রি করে লাখপতি


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ২২, ২০২১, ০৪:০৩ পিএম
কচু বিক্রি করে লাখপতি

ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে চরকামট খালী গ্রামের জামাল উদ্দিন (৬৫) কচু ও লতি বিক্রি করে হয়েছেন লাখপতি। নিজের ৩০ শতাংশ জমিতে তিনি কচু চাষ করে এখন পর্যন্ত লাখ খানেকের মতো কচু ও লতি বিক্রি করেছেন।

জানা যায়, এক মাঘ মাসে তিনি কচুর চারা রোপণ করে আরেক পৌষ-মাঘ পর্যন্ত (১ বছর) লতি তুলতে পারেন। স্থানীয় বাজারগুলোতে তিনি প্রতিটি লতির আটি ২০ থেকে ২৫ টাকা এবং প্রতিটি কচু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করেছেন।

জামাল উদ্দিন জানান, ৬ বছর ধরে কচু  চাষ করছেন।ত্রিশাল থেকে বগুড়া জাতের কচু এনে রোপণ করেছেন।  আমি লতি চাষ করে এখন স্বাবলম্বী। আমার ৫ জনের সংসারে এখন কোনো অভাব নাই।তিনি কচুর পাশাপাশি লাউ, শিম এবং টমেটোও রোপণ করেছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কৃষক অন্য যেকোন ফসলের চাইতে কচু চাষ করে অল্প খরচে বেশী লাভবান হতে পারেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!