• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ভোজ্যতেলের দাম বৃদ্ধি

সরিষা চাষে আবারও ঝুঁকেছে চাষীরা


মেহেরপুর প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০২১, ১০:৫৬ এএম
সরিষা চাষে আবারও ঝুঁকেছে চাষীরা

সরিষা চাষ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাষীরা আবারও সরিষা চাষে ঝুঁকেছে। চলতি বছর সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার বাঁশবাড়ীয়া,গাড়াডোব, ধর্মচাকী , চেংগাড়া , মহেশপুর, ব্রজপুর, রামনগর ও সাহারবাটি, কালীগাংনী , মদনাডাঙ্গা, গোপালপুর মাঠের পর মাঠ সরিষার ক্ষেতগুলো চোখে পড়ার মতো। 

উদ্ভীদ বিজ্ঞানীদের তথ্যমতে ‘ধানের ফলন বৃদ্ধি পায় বাতাসের দোলায়, কুমড়ার ফলন বৃদ্ধি পায় ফুলে ফুলে স্পর্শে। সরিষার ফুলে মৌমাছি মধু আহরণকালে মাছির স্পর্শে পরাগায়ন বৃদ্ধি পায়’। ফলন ভাল হওয়ার আসায় খুশি জেলার কৃষকরা। দেশে ভৈজ্য তেলের অব্যাহত মূল্য বৃদ্ধি, চাহিদা, ধানের উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম। তাই ভোজ্য তেলের দাম বেশী হওয়ায় এবং সরিষার চাষে খরচ কম হওয়ায় এখানকার কৃষকরা সরিষা চাষে ঝুঁকি নিয়েছে। মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের ছড়াছড়িতে পথচারী এবং প্রকৃতিপ্রেমীদের মন ছুয়ে য়ায়। 

অন্যান্য বছরের তুলনায় এবছর সরিষার চাষ বেশি হওয়ায় কৃষকরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার এখানে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন বেশি জমিতে সরিষার আবাদ করা হয়েছে। 

বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানচাষের ক্ষেত্রে হালচাষ, লেবার, ডিজেল, বিদ্যুৎ, সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে। আবার উৎপাদিত ধানের বাজার দরও সরিষার চেয়ে কম। ফলে ধানচাষের চেয়ে সরিষা চাষ লাভজনক বলে মনে হয়েছে। সরিষা চাষে কম খরচ এবং বাজারে সরিষার মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষার চাষকে লাভজনক মনে করছে। যার ফলে শেষ ভরসা হিসেবে সরিষার আবাদে ঝুঁকে পড়ছেন। 

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, চলতি বছরে ১৩শ ২৫ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্ত এ উপজেলায় লক্ষ্যমাত্রার চাইতে  বেশি ১৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় বেশ ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোনালীনিউজ/এআই/এসআই
 

Wordbridge School
Link copied!