• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষের বাড়ি ভাঙচুরের পর পুলিশের ওপর হামলা


নারায়ণগঞ্জ প্রতিনিধি মার্চ ১৩, ২০২২, ০৩:০০ পিএম
প্রতিপক্ষের বাড়ি ভাঙচুরের পর পুলিশের ওপর হামলা

নারী ও শিশুসহ আহত হয়েছেন ১০জ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ গ্রামে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে নারী ও শিশুসহ আহত হয়েছেন ১০জন। 

পরে পুলিশ ঘটনাস্থলে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ ও বাদীপক্ষের ওপর হামলা চালায় আসামির স্বজনরা।  

শনিবার (১২ মার্চ) রাত ১২টায় ওই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, রাতে সন্ত্রাসী নাসির বাহিনীর ৩০-৪০জন লোক প্রথমে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের সামনে আবারো সন্ত্রাসীরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। 

এতে নারী ও শিশুসহ ১০জন আহত হয়। গুরুতর অবস্থায় আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামির স্বজনরা বাদীপক্ষ ও পুলিশের উপর হামলার করে। এতে কয়েকজন আহত হয়। 

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনালীনিউজ/এনআই/এসআই

Wordbridge School
Link copied!