• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গাংনীতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি জুন ১, ২০২২, ০৫:২২ পিএম
গাংনীতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় গাংনী পৌরসভা এলাকার উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ জুন) দুপুর ২টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হেলথ ক্যাম্প শেষে ল্যাকটেটিং মাদারদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান ও ডা. শবনম মুস্তারী প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতেই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া। অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের ট্রেড প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী অফিসার হাবিবুর রহমান, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

অনুষ্ঠানে উপকারভোগী প্রায় ৩শ জন মাদার তাদের শিশু সন্তান নিয়ে উপস্থিত ছিলেন।   
 
সোনালীনিউজ/এআই/এসআই

Wordbridge School
Link copied!