• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন নিয়ে অসন্তোষ


সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০২৪, ১১:৫৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন নিয়ে অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা কমিটি বিলুপ্ত ও গঠন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইসব জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে , জেলার স্থানীয় একটি দৈনিক পত্রিকার মাধ্যমে জানা যায় জেলা শাখার আহবায়ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকল উপজেলার কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা করা হয়।

জেলা শাখার আহবায়ক সুনীল দেব উনার একক সিদ্ধান্তে সকল উপজেলার কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করেছেন। যা অবৈধ ও  অগঠনতান্ত্রিক  বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব সঞ্জীব চন্দ্র সাহা (বাপ্পি) জানায়, কেন্দ্রীয় কমিটি বা জেলা কমিটির কোন সিদ্ধান্ত ছাড়া জেলা আহবায়ক সুনীল দেব উনার একক সিদ্ধান্তে কমিটি বিলুপ্ত ও গঠন করেছেন। যা অবৈধ, অগঠনতান্ত্রিক। এইসব কমিটি গঠন বিষয়ে আমি কিছুই জানি না। আমি কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

এমটিআই

Wordbridge School
Link copied!