• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ


ভোলা প্রতিনিধি জানুয়ারি ২২, ২০২৪, ০২:৩৫ পিএম
ভোলায় মেঘনা নদীতে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ছবি প্রতিনিধি

ভোলা: ভোলায় মেঘনা নদীতে মালবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের পরিবারে থামছেই না আহাজারি। ১৫ ঘণ্টা পার হলেও এখনও হদিস মেলেনি বাবা আবদুর রাজ্জাক সরদার ও ছেলে পারভেজ সরদারের। তবে এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ।

জানা যায়, রোববার রাত ১টার দিকে মেঘনার জোড়খাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৯টার দিকে ভাঙারি মালপত্র নিয়ে মনপুরা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ যাচ্ছিলো ট্রলারটি। তীব্র স্রোতের কারণে সেটি মেঘনায় ডুবে যায়। এসময় অন্য ট্রলারের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকি দুজন নদীতে তলিয়ে যান। তাদের সবার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়ায়।

অভিযোগ রয়েছে, নৌ-পুলিশের একটি টিম রাতে ঘটনাস্থলে আসলেও উদ্ধার অভিযান শুরু করে সোমবার সকালে। এ বিষয়ে ইলিশা থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, একদিকে গভীর রাত অন্যদিকে তীব্র শীত এ কারণে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ বাবা-ছেলেকে উদ্ধারে কাজ করছে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!