• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভোলায় কারিকুলামে অসঙ্গতি ব্রাকের পণ্য বর্জনে মানববন্ধন


ভোলা প্রতিনিধি  জানুয়ারি ২৫, ২০২৪, ০১:৫০ পিএম
ভোলায় কারিকুলামে অসঙ্গতি ব্রাকের পণ্য বর্জনে মানববন্ধন

ছবি প্রতিনিধি

ভোলা: ভোলায় আসিফ মাহতাবকে চাকরিতে পুনর্বহাল এবং পাঠ্যপুস্তক সংশোধন ও ব্রাকের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ভোলা শহরের কে জাহান মার্কেট এর সামনে ভোলা জেলা উত্তরের জাতীয় শিক্ষক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সঞ্চালনা করেন মাওলানা ইব্রাহীম খলিল। এতে নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি জানান বক্তারা।

তারা বলেন, সরকার ফ্রি বই দেওয়ার নামে আজ বাচ্ছাদের কুটকুট খেলা শিখাচ্ছে। যা হাস্যকর। জাতির মেধাশূন্য করার জন্য এ প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা তরিকুল ইসলাম, ভোলা জেলা জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা আবদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল জলিল প্রমুখ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!