• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সোনালীনিউজে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন জাহানারা বেগম 


ভোলা প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৫:১৩ পিএম
সোনালীনিউজে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন জাহানারা বেগম 

ছবি : প্রতিনিধি

ভোলা: ভোলায় ইলিশায় প্রতিবন্ধী স্বামী-নিয়ে জরাজীর্ণ একটি কাগজের ঘরে মানবেতর জীবনযাপন করা সেই জাহানারা  বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও স্বজল চন্দ্র শীল। 

শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ইলিশার ইউনিয়নের কালুপুর গ্রামে বসবাসরত অসহায় পরিবারকে আশ্রয়ন প্রকল্পের ঘরে তুলে দেন। 

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন। 

উপজেলা নির্রাহী অফিসার স্বজল চন্দ্র শীল এর পক্ষে ইলিশা ইউনিয়ন ভূমি তহসিলদার মোঃ সোলাইমান হোসেন  জাহানারা দম্পতি কে প্রকল্পের ঘরে তুলে দেন। 

এর আগে গত ১লা ফেব্রুয়ারি আকাশে মেঘ দেখেই কাঁদছে জাহানারা শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সোনালী নিউজে একটি সংবাদ প্রকাশ হয়। পরে সংবাদটি নজরে আসে ইউএনও স্বজল চন্দ্র শীল এর। তিনি তাৎক্ষণিক সেই পরিবারের খোঁজ নেন।

শনিবার বিকালে তিনি উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন ও তহসিলদার মোঃ সোলাইমান প্রকল্পের খালি ঘরে তুলে দেয়ার আদেশ দেন। 

সেখানে জাহানারা তহসিলদার ও চেয়ারম্যান  জাহানারা বেগমের সাথে কথা বলেন। পরে তারা অসহায় সেই জাহানারাকে ঘরটি বুঝিয়ে দেন। 

ঘর থাকার ব্যাবস্থা হওয়ায় সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসন সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু হাত তুলে দোয়া করেন জাহানারা বেগম। 

জাহানারা বেগম বলেন আমি এখন ঝড় বৃষ্টির থেকে মুক্তি পেয়ে একটু স্বস্তি পাবো।

সোনালীনিউজ/এস/এসআই

Wordbridge School
Link copied!