• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত বৃদ্ধা


ভোলা প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৪:০৫ পিএম
মনপুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত বৃদ্ধা

ছবি প্রতিনিধি

ভোলা: ভোলার মনপুরা উপজেলার কামাল বাহিনীর হাতে গুরুতর জখম ফখরুদ্দিন নামের এক বৃদ্ধা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)  হাজির হাট ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের রিজির খাল মসজিদ সংলগ্নে এ ঘটনা ঘটে৷

ঘটনা সূত্রে জানা যায়, জেবল হক বেপারী রিজির খাল মসজিদের ১০ শতাংশ জমি দখল করে রেখেছেন৷ সেই সূত্রে স্থানীয় মুসল্লিরা মসজিদের সেক্রেটারী খোকনসহ জেবর হক বেপারীর সাথে স্থানীয়ভাবে এদিন সালিশি হওয়ার কথা ছিলো। সালিশির এক পর্যায়ে মুসল্লিদের সাথে কথা কাটাকাটির মাঝে কামাল বাহিনীর প্রধান কামালউদ্দিন ও তার সঙ্গিয় সদস্য জামাল উদ্দিন, ইসমাইল, রাজিব, জসিমউদ্দীন, শান্তসহ অজ্ঞাত আরো ৭/৮ জন মুসল্লিদেরকে মারধর করে৷

ঘটনার পরে মুমূর্ষু অবস্থায় ফখরুউদ্দীনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায়  ভোলায় সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযুক্ত কামালউদ্দীন, জামালউদ্দীন, জসিমউদদীন, সালাউদ্দিন, রাজিব ও শান্ত ২ নং হাজির হাট ৮ নং ওয়ার্ডের বাসিন্দা৷ 

এ বিষয়ে স্থানীয়রা কামাল বাহিনীর আতঙ্কে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। এদিকে অভিযুক্তদের মোবাইলফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি৷ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মনপুরা থানার ওসিকে বলেছি আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

ওয়াইএ

Wordbridge School
Link copied!