• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাটে গাঁজা চাষ ও সেবনের দায়ে আটক ৪ জন


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:৪০ পিএম
ঘোড়াঘাটে গাঁজা চাষ ও সেবনের দায়ে আটক ৪ জন

ছবি প্রতিনিধি

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা চাষ ও সেবন করার সময় গাঁজা চাষীসহ ৪ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। আসামিরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বীরবল (৪০), সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এসময় প্রায় ১১ ফিট উচ্চতার ১৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

মামলার এজাহারসূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বীরবল নামের এক ব্যক্তি নিজ বাড়িতেই গাঁজার চাষ করেছেন। সেই গাঁজার বাগানে চলছে গাঁজা বিক্রি। খবর পেয়ে এসআই মেহেদী হাসান সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেফতার বীরবলের বাড়ির পশ্চিম পাশে বাঁশের চাটাই দিয়ে ঘেঁড়া গাঁজার গাছের সন্ধান শুরু করলে সেখান থেকে কয়েকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু নিয়ে ৪ জনকে আটক করে এবং গাঁজার একটি গাছ জব্দ করে।

সোনালীনিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!