• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নান্দাইলে মেছো বাঘ পিটিয়ে হত্যা করল গ্রামবাসী


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি এপ্রিল ৭, ২০২৪, ০৭:২৫ পিএম
নান্দাইলে মেছো বাঘ পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইলে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। খবর পেয়ে উৎসুক জনতা ডোরাকাটা ছাপের বাঘ দেখতে ভিড় জমায়।

শনিবার (৭এপ্রিল) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন হাটশিরা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,রবিবার সকালের  দিকে হঠাৎ করে মেছো বাঘটি হাটশিরা গ্রামের মোনায়েম খানের বাড়ির ভেতর ঢোকে। এ সময় বাঘটি দুইঘরের মাঝে আটকে যায়। পরে মোনায়েম খানের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে।এসময় স্থানীয়রা পাশের জঙ্গল থেকে মেছো বাঘের তিনটি জীবিত বাচ্চা উদ্বার করে।

মোনায়েম খান বলেন,দীর্ঘ ৬ মাস ধরে আমাদের সকল হাস- মুরগী খেয়ে ফেলছে এই মেছো বাঘটি। আজ সকালে আমার ঘরের পাশে হঠাৎ বাঘটি আটকে যায়। পরে এলাকার লোকজন মিলে বাঘটিকে পিটিয়ে হত্যা করি।

স্থানীয় মোস্তফা খান বলেন,অনেকদিন যাবত এই বাঘটি আমাদের হাস-মুরগি খাইতাছে। আমরা রাতে তারাবীর নামাজ পড়তে গেলে হাতে লাঠিসোঁটা নিয়ে যাই। আমাদের সে ভয় দেখায়। আজ সবাই মিলে আমরা বাঘটিকে মেরে ফেলি।

বাবুল খান নামে এক প্রতিবেশী বলেন,এই বাঘটি আমরার ১ লাখ টাকার হাস-মুরগি
খাইয়া ফেলছে।আজ পড়ছে ধরা।

স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, মেরে ফেলা মেছো বাঘটি উঠতি বয়সের হবে। দেখতে চিতা বাঘের মতো হওয়ায় অনেকে বাঘ মনে করে মেরে ফেলেন। তবে মেরে ফেলা ঠিক হয়নি।

স্থানীয় খারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু বলেন,এবিষয়টি আমাকে কেউ অবগত করেরননি। 

নান্দাইল উপজেলা বন কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, তিনি শারীরিকভাবে  অসুস্থ তাই তার পক্ষে খোঁজখবর নেওয়া সম্ভব নয়।

এমএস

Wordbridge School
Link copied!