• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঈদে জুতার জন্যে গৃহবধূর আত্মহত্যা


কক্সবাজার প্রতিনিধি এপ্রিল ১১, ২০২৪, ০৯:১০ এএম
ঈদে জুতার জন্যে গৃহবধূর আত্মহত্যা

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ঈদ উপলক্ষে কেনাকাটার বিষয়কে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অভিমানে আরফাজ মনি (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালীর মিয়াজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

গৃহবধূ আরফাজ মনি (১৯) বড় মহেশখালীর মিয়াজিরপাড়া এলাকার জসিম উদ্দিন এর স্ত্রী।

জানা গেছে, ঈদ উপলক্ষে কয়েকদিন আগে আরফাজ মনির জন্যে একজোড়া জুতা আনেন তার স্বামী জসিম উদ্দিন। আরফাজ মনির ছোট বোনের সেই জুতা পছন্দ হওয়ায় তা দিয়ে দেয় বোনকে। এই ঘটনায় গৃহবধূ আরফাজকে মারধর করে তার স্বামী জসিম। সেই অভিমান থেকে বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেন তিনি।

ওসি সুকান্ত চক্রবর্তী জানান, বড় মহেশখালীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এই মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

এমএস

Wordbridge School
Link copied!