• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর ককটেল হামলা, আহত দুই পুলিশ সদস্য


বগুড়া প্রতিনিধি এপ্রিল ১২, ২০২৪, ১২:৫৮ পিএম
পুলিশের ওপর ককটেল হামলা, আহত দুই পুলিশ সদস্য

বগুড়া: বগুড়ায় ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়া এলাকায় এ হামলা হয়। 

আহতরা হলেন-উপশহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ এবং কনস্টেবল মাহবুব হোসেন। 

আহত পুলিশ সদস্য মাহবুব হোসেন বলেন, ‘আমরা ৯৯৯ ফোন পাই। জানতে পারি ঘোনপাড়া এলাকায় এক নারীকে মারধর করা হচ্ছে। সেখানে আমি আর আব্দুর রশিদ স্যার পৌঁছাই। আমাদের দেখে এক ব্যক্তি দৌঁড়ে  পালানোর চেষ্টা করে। আমরা তাকে থামতে বললে সে ঘুরে আমাদের ওপর ককটেল ছোড়ে।

ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, ককটেল হামলায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে মাহবুবের পা ও হাত এবং আব্দুর রশিদ মুখে আঘাত পেয়েছেন।  তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এমএস

Wordbridge School
Link copied!