• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পর্যটকদের ঢল নেমেছে মেঘনার তীরে  


ভোলা প্রতিনিধি এপ্রিল ১২, ২০২৪, ০৭:৩৫ পিএম
পর্যটকদের ঢল নেমেছে মেঘনার তীরে  

ভোলা: ঈদের ছুটিতে হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ নিজ গাঁয়ে ছুটে আসেন ঈদ আনন্দ ও প্রশান্তির বিনোদনের আশায়। আর তাই নির্মল বাতাস উপভোগ করতে ভিড় জমে উঠে মেঘনার তীরে তীরে। 

দ্বীপজেলা ভোলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র না থাকলেও মেঘনার পাড়েই প্রশান্তির আশায় ভিড় জমাচ্ছেন তারা।

ভোলার ইলিশা মেঘনা রিসোর্ট  তুলাতলীতে  ইলিশ বাড়ি, ভেদুরিয়া কায়াকিং, দিঘলদীতে বঙ্গবন্ধু ইকোপার্ক, ও বাঘমারা ব্রিজ সহ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেউ ছবি তুলছেন, কেউ নৌকায় ঘুরছেন,কেউবা আবার স্পীডবোটে  ঘুরছেন। পর্যটকরা কেউ আবার  প্রিয়জনকে নিয়ে বাঁধের ওপর নির্মল বাতাসে হেঁটে বেড়াচ্ছেন।

প্রকৃতির নির্মল বাতাস, নদীর ঢেউ আর সবুজে ঘেরা সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ তারা। বড়দের মতো ছোট ছোট শিশু-কিশোররাও বাধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে। পর্যটকদের  নিরাপত্তা দিতে  সকল পর্যটক এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

তবে স্পটগুলো মেঘনার তীরবর্তী গড়ে উঠায় একটু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। 

এদিকে ঈদের ছুটি ও পহেলা বৈশাখের ছুটি একত্রিত হওয়ার কারনে পর্যটকদের ভিড় একটু বেশি বলে জানান স্থানীয়রা 

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানিয়েছেন ভোলা একটি পর্যটক জেলা। ভোলার চর কুকরি মুকরি, ডালচর, ম্যানগ্রোব বন, জ্যাকব টাওয়ার সহ ভিবিন্ন স্পট দেখতে বছরের বিশেষ ছুটির দিনে ভিবিন্ন জেলার পর্যটকরা আসেন। পর্যটকদের নিরাপত্তার সার্থে আমরা সর্ব সময় সোচ্চার আছি। 

তবে এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে পর্যটকদের বাড়তি ভীড় হতে পারে ভেবেই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!