• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি  এপ্রিল ২৪, ২০২৪, ০৬:২৭ পিএম
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

পাটগ্রাম: লালমনিরহাটের পাটগ্রামে চারদিনের মধ্যে ট্রেনের ধাক্কায় আবারও একজনের মৃত্যু হয়েছে। উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসুতি গ্রামের হরিসভা এলাকার রেললাইনে রান্নার জন্য লাকড়ি/খড়ি সংগ্রহের সময় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪০) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার মৃত বদির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিঃসন্তান বিধবা মমতা বেগম দীর্ঘদিন ধরে ভগ্নিপতির/বোনের স্বামীর বাড়িতে থাকতেন। বুধবার সকাল ১১ টায় বাড়ির পার্শ্ববতী রেললাইনে মাটির চুলায় রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে থাকেন। এ সময় বুড়িমারী থেকে সকাল সোয়া ১১ টায় ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায় মমতা। এরআগে গত ২০ এপ্রিল একই ট্রেনের ধাক্কায় বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার রেললাইনে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা রেল খালাসী আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মৃত্যু হয়। চারদিনের মধ্যে আবারও একজনের মৃত্যু ঘটলো।

পাটগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান লিটন বলেন, ‘নিহত মমতা বেগমের চলাফেরা স্বাভাবিক থাকলেও প্রকৃতপক্ষে সে ছিল শ্রবণ প্রতিবন্ধী। কথাও স্পস্ট হতনা। একদম অসহায় এ নারী গাছের শুকনো পাতা এবং খড়ি সংগ্রহ করে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতো। রেললাইনে খড়ি সংগ্রহের সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।’

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ পরিদর্শক (ওসি) ফেরদৌস আলী- ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলের নিকট যাচ্ছি। সেখানে স্থানীয়দের সাথে কথা বলে তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’

এমএস

Wordbridge School
Link copied!