• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২৪, ০৮:০৪ পিএম
সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধরিয়া খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল চারটার দিকে সুন্দরবনের জোংড়া টহলফাড়ির সদস্যরা প্রথম বাঘটি দেখতে পেয়ে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদের খবর দেয়। খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদরা ও জোংড়া টহলফাড়ির সদস্যরা বাঘটিকে উদ্ধার করে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায়।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বাঘের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা বাঘটি প্রায় সপ্তাহ খানেক আগে মারা গেছে। ইতিমধ্যে বঘটির শরীরে পচন ধরেছে, এ কারণে বাঘটি পুরুষ না নারী সেটা সনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে আমরা ধারণা করছি বাঘটি পুরুষ। 

তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে,কি কারনে বাঘটি মারা গেছে।

এমএস

Wordbridge School
Link copied!