পিরোজপুর: নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীর ওপর সৈরাচারের দোষর জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ পেটোয়া বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে 'ফ্যাসিবাদ বিরোধী শক্তি'র ব্যানারে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়ার মোড়ে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য দেন, জুলাই মঞ্চের পিরোজপুর জেলা আহবায়ক মো: জিয়াউল হাসান, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাহাবুবুল আলম নাঈম, গণঅধিকার পরিষদের জেলা সহ সভাপতি আতিকুল ইসলাম মান্না, জুলাই মঞ্চের জেলা মুখপাত্র অভি খান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি মো: ইমাম হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের পিরোজপুর পৌর সভাপতি মো: আরিফুল ইসলাম সরদার প্রমুখ।
বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সৈরাচারের দোষর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং নুরকে উন্নয়ন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবীও জানান তারা।
এসময় এনসিপি, গণঅধিকার পরিষদ, জুলাই মঞ্চ ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ মিছিলে অংশ নেন।
এআর







































