• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শুটিং পারপাসের আড়ালে ৪ মাস ধরে কোটি টাকার জাল নোট তৈরি


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৪, ২০২৫, ০৬:১৭ পিএম
শুটিং পারপাসের আড়ালে ৪ মাস ধরে কোটি টাকার জাল নোট তৈরি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট নুর নগর হাউজিং থেকে ডলার, ইউরোসহ কয়েক কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব। এ অভিযানে তামজিদ নামে একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তামজিদ জানিয়েছে, শুটিং পারপাসে এই মুদ্রাগুলো নগরীর আন্দরকিল্লার অংকুর প্রিন্টার্স থেকে তৈরি করা হতো এবং তা দারাজের মাধ্যমে বিক্রি করা হতো। গত চার মাস ধরে এ অবৈধ জাল নোট তৈরি ও বিপণনের কাজে যুক্ত ছিলেন তিনি।

র‌্যাব জানায়, অভিযানে তার কাছ থেকে সাতটি মোবাইল, সাতটি ক্রেডিট কার্ড, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত কিছু জাল নোটে 'শুটিং' শব্দ লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কেউ শুটিং বা অন্য কোনো উদ্দেশ্যে জাল নোট তৈরি করার এখতিয়ার রাখে না।

এসএইচ
 

Wordbridge School
Link copied!